September 23, 2023, 11:20 am
নিজস্ব প্রতিবেদক জাতিসংঘের হেডকোয়ার্টারের মানবাধিকার শীর্ষক আলোচনা সভায় যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক এম উজ্জ্বল হোসেন মুরাদ।১২ই মে ২০২৩ইং শুক্রবার রাত ১২ টায় নিউইয়র্কের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।রাত ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংস্থার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালক (ইনফরমেশন) এম আর এ সুজন মাহমুদ, এসময়ে উপস্থিত ছিলেন সংস্থার চেয়ারম্যান এড.জনাব মহিউদ্দিন জুয়েল, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক জনাব মোঃ জাহিদুল ইসলাম জাহিদ,আইটি বিষয়ক পরিচালক জনাব মোঃ মেহেদী হাসান। সংক্ষিপ্ত বক্তব্যে উজ্জ্বল হোসেন মুরাদ বলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্ত সংস্থা,ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় আমাদের কর্মীরা মানবতার পক্ষে যথাযথ ভূমিকা পালন করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ ,সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে সংগঠন কে আরো শক্তিশালী করা হবে।
Leave a Reply