September 23, 2023, 11:01 am
কুমিল্লা তিতাস প্রতিনিধি,মো: হানিফ মিয়া
কুমিল্লা তিতাস উপজেলা ৬নং ভিটিকান্দি ইউনিয়ন দুলারামপুর থেকে দড়িকান্দি রাস্তার সংলগ্ন ব্রিক ফিল্ডটি অস্থায়ী ভাবে বন্ধ করা হয়।তথ্য মতে জানা যায়,উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মো:এ টি এম মুর্শেদ সার এর নিকট অগ্রিম টাকা নেওয়া হয় এবং আরো অনেকজনের নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে ভালো ১ নম্বর ইট না দিয়ে মো:শফিকুল ইসলাম ব্রিকফিল্ড পরিচালিত মালিক ২ নম্বর ইট দেওয়া হত। তথ্য মোতাবেক যাদের নিকট টাকা নিয়ে ইট দেওয়ার কথা তাদের ইট না দিয়ে ব্রিকফিল্ড পরিচালিত মালিক মো:শফিকুল ইসলাম ব্রিকফিল্ড ছেড়ে পালিয়ে গিয়েছে।বর্তমান ব্রিকফিল্ডটি উপজেলা নির্বাহি কর্মকর্তা সারের নির্দেশে অস্থায়ী ভাবে বন্ধ রয়েছে।
Leave a Reply