September 23, 2023, 11:28 am
কুমিল্লা তিতাস প্রতিনিধি মো: হানিফ মিয়া
আজ শনিবার ৫ আগস্ট ২০২৩ইং কুমিল্লা জেলা তিতাস উপজেলা,ভিটিকান্দি দুলারামপুর জুনাব আলী উচ্চ বিদ্যালয় মাঠে ফয়সাল একাদশ বনাম মাহাবুব একাদশ মিনিবার ফুটবল ফাইনাল খেলাটি অনুষ্টিত হয়।আজকের খেলায় ট্রাইফাকারে ফয়সাল একাদশ ফুটবল টিমকে হারিয়ে মাহাবুব একাদশ জয়লাভ করে।আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শাহজাহান মুন্সী(বিশিষ্ট সমাজ সেবক ও বতর্মান সহকারী শিক্ষক গৌরিপুর আনন্দ মাল্টিমিডিয়া ইংলিশ ভার্সন স্কুল,আরো উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি মো:আবুল কালাম,মো: সেলিম আরো গন্যমান্য ব্যাক্তিবর্গ ও হাজারো দর্শক আজেকর ফুটবল খেলাটি উপভোগ করেন।পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মো: শাহজাহান মুন্সী।সম্পূর্ণ টুর্নামেন্ট খেলাটি আয়োজক মাহাবুব,আলআমিন,ইয়াছিন,কাউসার,রিয়াজ,জামির এবং এই গ্রামের তরুন যুবকরা।
Leave a Reply