September 23, 2023, 9:58 am
খোকন আহমেদ খোকা গাজীপুর ।।গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে মাদক ব্যবসায়ীর সক্রিয় এক যুবক ও দুই নারী সদস্যকে ৫ কেজি গাঁজা সহ আটক করেছে পূবাইল থানা পুলিশ।বুধবার (২৬জুলাই) দিবাগত রাতে নগরীর ৪১ নং ওয়ার্ডের পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজের সামনে পাকা রাস্তার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকৃত মাদক কারবারিরা হলেন, মোঃ মারুফ মোল্ল্যা (২২) নীলা আক্তার সুরভী (২০) এবং মোসাঃ শিরিনা আক্তার (৪৫)।এসআই মোঃ রাশেদুর রহমান জানান, পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে আসামিদের গতিবিধি সন্দেহ হলে আমার সাথে থাকা ফোর্সের সহায়তায় তাদের তল্লাশি করে তাদের নিকট হতে পাঁচ কেজি গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৫১০ টাকাসহ উদ্ধার পূর্বক গ্রেফতার করি।পূবাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। এছাড়াও অভিযান কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।
Leave a Reply