September 23, 2023, 10:14 am
আমিনুল ইসলাম রনি,আমিন উখিয়া।কক্সবাজারের টেকনাফে দুই কৃষক অপহরণের ঘটনায় জড়িত এক সদস্যকে একটি দৈশীয় তৈরি এলজি ও এক রাউন্ড গুলি গ্রেফতার করেছে পুলিশ সদস্যরা।গ্রেফতার ব্যক্তি-টেকনাফের হ্নীলা ৪ নম্বর পানখালী মোস্তফা কামালের ছেলে নুরুল আমিন(৪০)।বুধবার(০৩ মে)দিবাগত রাত সাড়ে টেকনাফ বাহারছড়া ইউনিয়ন নোয়াখালী জুম্মা পাড়া পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আব্দুল হালিম।তিনি জানান,টেকনাফ বাহারছড়া জাহাজপুরা এলাকা থেকে দু’জন কৃষক অপহরণ হওয়ার পর পুলিশ ৩৫ঘন্টা দীর্ঘ অভিযানের পর অপহৃত দুই কৃষক রেদুয়ান ও রহিম উদ্দিনকে উদ্ধার করা হয়।পরবর্তীতে ওই দুই কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অপহরণকারী নোয়াখালী জুম্মাপাড়া পাহাড়ি এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে একটি দৈশীয় তৈরি বন্দুক ও এক রাউন্ড গুলি সহ তাকে গ্রেফতার করা হয়।ওসি আরো জানান,এঘটনার সাথে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।এবং ধৃত ব্যক্তির বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply