September 23, 2023, 10:39 am
আলামিন ইসলাম ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় আমির আলী (৮০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো দুজন।শনিবার (১১ মার্চ) দুপুরে সদর উপজেলার ছোট খোঁচাবাড়ি নামক এলাকায় ঠাকুরগাঁও-বীরগন্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত আমির আলী (৮০) দিনাজপুর জেলার কাহারোল উপজেলার জোতমোকুন্দপুর গ্রামের বাসিন্দা। এসময় আহত হয়েছেন তার ছেলে আজাদ আলী (৩৫) ও দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার টেংরার হাটের সুরেস রায়ের ছেলে সনাতন রায় (২৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একটি মোটরসাইকেলে তিন আরোহী ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই মারা যান আমির আলী। আহত হয় দুই জন। পরে আহতদের ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ বিষয়ে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি পালিয়েছে, তবে শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply