September 23, 2023, 10:11 am
নাসরিন আক্তার, ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগায়ে য়ে বাবাকে খুন করেছে পাষণ্ড ছেলে ঠাকুরগাঁও জেলার শহরের বাস স্টেশন এলাকার শান্তিনগরে একুশের মোড় নামক স্থানে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। ফজলে হক নামক এক বাবাকে খুন করেছে গোলাম আজম নামক পাষান্ড ছেলেএবং খুনের পর সদর থানায় আত্মসমর্পণ করেছেন তিনি।গত রোববার মধ্যরাতে নিজ বাসভবনে ছেলের হাতে খুন হন জন্মদাতা পিতা এ ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা নিহতত্তরের বাড়ির পরিদর্শন করেন এবং ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে লাশ ঘরে লাশ প্রেরণ করেন। এমন ঘটনার পর দূর-দূরান্ত হতে ছুটে এসেছে আত্মীয়-স্বজনসহ উৎসুক মানুষস্থানীয় কর্মসূত্রে জানা যায় নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম (30) নিজ বাসায় ঘুমিয়ে পড়ার পর বাবা ফজলে হোক তার বিছানায় মশারি টাঙিয়ে দিতে যান এমন সময় কোন কিছু বোঝ ওঠার আগে ঘরের ভিতর থাকা দেশীয় অস্ত্র দিয়ে তার বাবার শরীরে বিভিন্ন জায়গায় আহত করে খুনি গোলাম আযম রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন নিহত ফজলে হক বাবা নিহত হয়েছে নিশ্চিত হয়েও গেলে গোলাম আযম নিজেই ছুটে যান ঠাকুরগাঁও সদর থানা সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যের কাছে খুনের দায় স্বীকার করেন। এবং পুলিশ তথ্যাক্ষনি ছুটে যায় ঘটনাস্থলে ময়নাতদন্তের জন্য নাস্তিকে পাঠানো হয়েছে ঠাকুরগাঁও জেনারেল সদর হাসপাতাল লাশঘরে।ঠাūকুরগাঁও জেলা পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পরিদর্শনের পর জানান লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে । এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরো বলেন এটি একটি হত্যাকান্ড আর যিনি অভিযুক্ত তিনি হত্যার দায় স্বীকার করেছেন তিনি আমাদের হেফাজতের আছেন মামলা হবে এবং তদন্তের পর বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply