November 29, 2023, 2:55 am

সংবাদ শিরোনামঃঃ
এফবিজেও থেকে অবসর নিলেন লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত সাংবাদিকদের উপর হামলা ও রফিক ভূঁইয়াকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল “স্বাধীন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে ফিলিস্তিনে বর্বর হামলা”- সিভিল রাইটস্ সোসাইটি কর্ম দক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন এ্যড.শাহিদা রহমান রিঙ্কু কর্ম দক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন এ্যাড.শাহিদা রহমান রিংকু গাজীপুরে শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আরজেএফ’র আহবায়ক কমিটিকে দায়িত্ব হস্তান্তর অধিকারের আদিল ও এলানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ কর্মদক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নারী নেত্রী নাহিন আক্তার
লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত

নিজস্ব প্রতিবেদক ১৫ নভেম্বর ২০২৩ইং রাজধানী শহর শের-ই বাংলা নগর আগারগাঁও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ৩১৫-বি-১ এর কেন্দ্রীয় কার্যালয়ে লায়ন জনাব আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত হয়েছে। তিনি জনাব আশিকুজ্জামান চৌধুরী ইমন লায়ন্স ক্লাব ঢাকা জেলা বি-১-৩১৫ এর ক্যাবিনেট সেক্রেটারী তাহার শুভ জন্মদিন অনুষ্ঠানে ভালোবাসার বহিঃপ্রকাশ স্বরূপ সুচন্দা ও শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন শুভাকাঙ্ক্ষী ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে আগত অতিথিদের আনন্দ উল্লাসের কোনো ঘাটতি ছিল না, প্রথমে কেক কেটে মম প্রদীপ জ্বেলে শুভ জন্মদিন অনুষ্ঠান শুরু করেন।শুভ জন্মদিন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের নয়ন মনি লায়ন মোঃ লুৎফর রহমান ডিস্ট্রিক্ট গভর্নর ৩১৫-বি-১ঢাকা জেলা ঢাকা বনানী মডেল টাউন , বক্তব্য রাখেন লায়ন শিরীন আক্তার রুবি লেডি ডিসট্রিক্ট গভর্নর ঢাকা,ঢাকা এরিষ্টকার্ট, লায়ন হেলেন আক্তার নাসরিন,সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর ঢাকা এরিষ্টকার্ট, লায়ন আশিকুজ্জামান ইমন, ক্যাবিনেট সেক্রেটারি ঢাকা পারিজাত, লায়ন মোহাম্মদ আসাদুজ্জামান-ক্যাবিনেট ট্রেজারার ঢাকা বনানী মডেল টাউন, লায়ন সাহানা মুজিব-রিজিওন চেয়ারপারসন (হেডকোয়ার্টার) ঢাকা প্রেসিডেন্সি লায়ন নাসিমা আলম-রিজিওন চেয়ারপারসন ঢাকা এরিষ্টকার্ট, লায়ন আফরিন আজিজ-লেডি ক্যাবিনেট সেক্রেটার ঢাকা পারিজাত,লায়ন রোকসানা আক্তার- লেডি ক্যাবিনেট ট্রেজারার ঢাকা এরিষ্টকার্ট, লায়ন মনোয়ারা বেগম ৩১৫-বি-১ ঢাকা মেট্রোপলিটন, লিও ইয়াসরিব হাসান প্রেসিডেন্ট লিও ডিসটিক কাউন্সিল ৩১৫,বি১ ঢাকা এরিষ্টকার্ট, লিও আরিত্র রহমান -সেক্রেটারি লিও ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩১৫-বি-১ ঢাকা এরিষ্টকার্ট, লিও আজিজুর রহমান আই পিপি-ঢাকা এরিষ্টকার্ট, লিও ফারহান-ক্লাব প্রেসিডেন্ট -ঢাকা এরিষ্টকার্ট, লিও শরীফ-মেম্বার-ঢাকা এরিষ্টকার্ট, লিও জারিক বিন জামান-মেম্বার-ঢাকা এরিষ্টকার্ট,লিও জাহিন জামান- মেম্বার ঢাকা এরিষ্টকার্ট ও এস এম মাল্টিমিডিয়ার চেয়ারম্যান এম আর সুজন মাহমুদ সহ আরো অনেকে লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন বলেন ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন লুৎফর রহমান আমার অভিভাবক তুল্য -আজকে যারা আমাকে ভালোবেসে এই অনুষ্ঠান আয়োজন করেছেন সকলের কাছে আমি কৃতজ্ঞ সকলের দোয়া চাই যেন সকলের ভালোবাসার পাত্র হয়ে বাকি জীবন বাঁচতে পারি।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT