November 29, 2023, 1:42 am
সাংবাদিকদের উপর হামলা ও রফিক ভূঁইয়
ঢাকা মহানগর প্রতিনিধি ২৯শে অক্টোবর ২০২৩ জাতীয় প্রেসক্লাবের সামনে সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়াকে হত্যা ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। মিছিল শেষে উক্ত প্রতিবাদ সভায় সাংবাদিক নেতারা বলেন সাংবাদিকদের পেশাদারিত্ব কাজে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা গণতন্ত্রের উপর হামলার সামিল এ সময় সাংবাদিক নেতারা আরো বলেন তরতাজা প্রাণ সিনিয়র সাংবাদিক রফিক ভূঁইয়াকে যারা হত্যা করেছে তাদের কে আইনের আওতায় আনতে হবে, সাগর রুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার একদিন বাংলার মাটিতে হবে। বর্তমান সরকারের কঠোর সমালোচনা সাংবাদিক নেতারা বলেন সরকার নিজেই অবৈধভাবে জনগণের মাথায় চেপে বসে আছে সে কিভাবে জনগণের কষ্ট বুঝবে। সাংবাদিক নেতারা পুলিশের উদ্দেশে বলেন আপনারা অবৈধ সরকারের হুকুম পালন করতে গিয়ে জনগণের টাকায় কেনা গোলা বারুদ জনগণের উপর প্রয়োগ করা থেকে বিরত থাকুন সাংবাদিকরা আলাদা কোনো জাতি নয় তারা এ দেশের ই সন্তান আমাদের ভাই । সাংবাদিকদের বিক্ষোভ মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে পুরানা পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। উক্ত প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ডিইউজে সভাপতি মোঃ সহিদুল ইসলাম ডিইউজে সাধারণ সম্পাদক মোঃ খুরশিদ আলম ডিইউজের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম বক্তব্য রাখেন জনাব রাশেদুল ইসলাম ভাইস চেয়ারম্যান ডিইউজে,জনাব দিদারুল আলম জেনারেল সেক্রেটারি ডিইউজে, জনাব সাইদ খান সাংগঠনিক সম্পাদক ডিইউজে ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য জনাব জাকির হোসেন সহ আরো অনেকে………
Leave a Reply