November 29, 2023, 3:15 am

সংবাদ শিরোনামঃঃ
এফবিজেও থেকে অবসর নিলেন লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়া লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এ লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন এর শুভ জন্মদিন পালিত সাংবাদিকদের উপর হামলা ও রফিক ভূঁইয়াকে হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল “স্বাধীন রাস্ট্র প্রতিষ্ঠার দাবিকে স্তব্ধ করে দিতে ফিলিস্তিনে বর্বর হামলা”- সিভিল রাইটস্ সোসাইটি কর্ম দক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন এ্যড.শাহিদা রহমান রিঙ্কু কর্ম দক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন এ্যাড.শাহিদা রহমান রিংকু গাজীপুরে শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত আরজেএফ’র আহবায়ক কমিটিকে দায়িত্ব হস্তান্তর অধিকারের আদিল ও এলানের মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ সিভিল রাইটস্ কর্মদক্ষতায় সম্মাননা অ্যাওয়ার্ড পেলেন নারী নেত্রী নাহিন আক্তার
মেলান্দহে যৌতুকের জন্য গৃহবধূকে অমানবিক নির্যাতন 

মেলান্দহে যৌতুকের জন্য গৃহবধূকে অমানবিক নির্যাতন 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে মেলান্দহে যৌতুকের জন্য রুবিনা বেগম (২২) নামক এক গৃহবধূকে অমানবিক নির্যাতন করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন। বর্তমানে ওই গৃহবধূ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মেলান্দহ থানায় অভিযোগ হয়েছে। গত ১১ আগস্ট শুক্রবার বিকালে উপজেলার আদ্রা থুরী গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে থুরী রুহুল আমিন মেয়ে রুবিনা আক্তার সাথে গাজীপুর জেলা শ্রীপুর মুলায়েত গ্রামের রফিকুল ইসলাম রফিকের পুত্র হিমেল সরকার আকাশ সাথে প্রায় ৬ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ে পর একটি কন্যা সন্তান জন্ম হয়।

বিয়েতে চাহিদামতো যৌতুকও দেওয়া হয়। বিদেশ যাবে এই অজুহাতে হিমেল সরকার আকাশ গত ৮-৯ মাস ধরে স্ত্রী রুবি আক্তারকে তার বাবার বাড়ি থেকে নতুন করে ৫ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকে।

মুলায়েত স্থানীয় লোকজন বলেন, হিমেল সরকার আকাশ নারী লোভী,নেশা ঘুর ও তার আরেক টি স্ত্রী আছে। সেই স্ত্রী গাজীপুর কোর্টে হিমেল এর নামে মামলা করেছেন।

এম সি বাজার কবির দোকানদার বলেন, কয়েক মাস আগে হিমেল সরকার আকাশ তার বাবা-মা-ভাই-বোনসহ রুবিনা আক্তারকে যৌতুকের জন্য অনেক নির্যাতিত করে ও মারধর করেন।সম্প্রতি হিমেল সরকার আকাশ অন্য এক মেয়ের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। ৫ লাখ টাকা না দিলে ওই মেয়েকে বিয়ে করবে বলে স্ত্রী রুবিনাকে জানিয়ে দেয়। হিমেল সরকার আকাশ ও তার বাবা রফিকুল ইসলাম রফিক’র মেয়ে আদরিতা সরকার মুন্নিসহ রুবির বাড়িতে রুবিনাকে নিতে আসে। পরে এক পর্যায় রুবিনার পরিবারের সাথে ও হিমেলের পরিবারের সাথে কথা-কাটাকাটি হয়।এ সময় হিমেল সরকার আকাশ ও তার পরিবারের লোকজন মিলে রুবিনাকে পিটিয়ে গুরুতর আহত করে। সংবাদ পেয়ে রুবি আক্তার স্বজনরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় রুবিনা আক্তার বাদী হয়ে তার স্বামী হিমেল সরকার আকাশসহ ৩ জনকে আসামি মেলান্দহ থানায় অভিযোগ করেছেন।গৃহবধূ রুবিনা বেগম বলেন, অভিযোগ তুলে নেওয়ার জন্য আসামিরা আমাকে হুমকি-ধমকিসহ নানা ভয়-ভীতি দেখাচ্ছে। মেলান্দহ থানা অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন-আমি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের আইকনে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2023 digitaljonobarta.com
Desing & Developed BY Gausul Azam IT